
নিউজ ডেস্কঃ
জমিদার পল্লী খ্যাত পরৈকোড়া ইউনিয়ন আদিকাল হতে সমাজের প্রতিটি স্তরে অগ্রগামী ছিল। যখন পল্লী এলাকায় কোন বৈদ্যুতিক বাল্ব ছিল তখন এই পরৈকোড়া ইউনিয়নে জমিদার বাড়ীতে বিদ্যুতের বাল্ব জ্বলে। শিক্ষা-দীক্ষা আর স্থাপত্যে এবং বিশেষ বিশেষ ব্যক্তির জম্মস্থান ওই জনপদ এখন নূয়ে পড়েছে যোগ্য দক্ষ নেতৃত্বের অভাবে।
দূর্নীতিগ্রস্ত অযোগ্য ব্যক্তি, মানুষের আস্থাহীন লোক এখন মূল নিয়ন্ত্রক।
বিকাশমান নেতৃত্বকে গলা ছেপে ধরে জালিমের বেশে মানুষের সেবক হতে চাই একটি কুচক্রীমহল বলে মন্তব্য করেন গত ১২ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টায় চেরাগী পাহাড় মোড় সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চট্টগ্রাম শহরে বসবাসকারীদের সংগঠন পরৈকোড়া ইউনিয়ন সমিতি-চট্টগ্রাম এর মতবিনিময় সভায় বক্তারা। সমিতির সভাপতি সুজিত কুমার দাশ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ, আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র চৌধুরী,
মানবাধিকার সংগঠক নাজিম উদ্দিন সুজন, প্রফেসর প্রদীপ রায়, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আলী, ব্যাংকার মোহাম্মদ এহসানউল হাকিম, আক্কাস মিয়া, আবদুল আজিম, মাস্টার উজ্জ্বল কান্তি দাশ, ডা: বাবলা দাশ, সাবেক ছাত্রনেতা ও নদভী এমপি’র পিএস আহমেদুল হক বাবু, হানিফুল ইসলাম, কে.এইচ এম তারেক, রাশেদ চৌধুরী, এম.হান্নান রহিম তালুকদার, জুয়েল দাশ, হাসান জিয়াউল ইসলাম, সৈকত প্রকৃতি, এনামুল হক লিটন, সাহেনা আক্তার, মাসুদ রানা, ইকবাল হোসেন, মো: জামাল উদ্দিন, কাজী এহসান জহির, মোহাম্মদ আনিস, মো: ইব্রাহীম প্রমুখ।
বক্তারা আরও বলেন, সামাজিক অবকাঠামোগত উন্নয়ন যেমন- রাস্তা-ঘাট, সুইচ গেইট, বেঁড়ি বাঁধ, স্কুল, মাদ্রাসা, মন্দির ব্রীজ নির্মাণসহ বিবিধ কাজে চিত্র পাশ্ববর্তী যে কোন স্থানের চেয়ে অনেক পিছনে পড়ে রয়েছি আমরা। এই ইউনিয়ন এখনও কাঁদা মাটির রাস্তা আর বাঁশে সেতু পার হতে হয়। গ্রাম্য আদালতে বিচার পাচ্ছে না মানুষ। বিচারের নামে হয়রানির শিকার হচ্ছে বেশীর ভাগ মানুষ। ঘুষের মাধ্যমে বিচারের রায় প্রকাশের প্রধান নিয়ামক, আমরা দুষ্টচক্রের হাত থেকে মুক্তি চাই, উন্নয়ন চাই। বেকারের কর্মসংস্থান চাই। হতদরিদ্রের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা চাই।