সামাজিক সংগঠন “পরিবর্তন চাই” দেশটাকে পরিস্কার করি দিবস (দেপক) ও ওয়ার্ল্ড ক্লিন আপ ডে উপলক্ষে গত ১৯ সেপ্টেম্বর সামাজিক সংগঠন “পরিবর্তন চাই” চট্টগ্রামের উদ্যোগে সংগঠনের সমন্বয়ক মোঃ আশিকুল আলম আশিক’র পরিচালনায় ও সহ-সমন্বয়ক আকিব মোঃ আসিফুল আলম এর স ালনায় “ঘর থেকে শুরু করি, দেশটাকে পরিষ্কার করি” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বিভিন্ন সেবামূলক সংগঠন অংশগ্রহনের মাধ্যমে ৬ষ্ঠ বারের মত পালিত হল দেশটাকে পরিস্কার করি দিবস।
এসময় উপস্থিত লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন নোমান, জয়েন্ট সেক্রেটারি লায়ন সাজ্জাদ, লিও ক্লাব অব চিটাগাং প্লাটিনাম’র সভাপতি লিও বোরহান উদ্দিন সাকিব, লিও ইপা, লিও জেনিফার, লিও রাহুল, লিও পারভেজ, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং বান্দরবান ক্লাবের সভাপতি রোটারেক্ট হিমেল, রোটারেক্ট রফিক, চন্দনপুরা ডেফোডিলস্ ক্লাব এর সভাপতি আহসান হাবিব, স্বপন, রহিম, নিজাম, আমরা তরুণ সংঘ, আশার আলো, ব্রাহ্মণ সেন মাতৃ সংঘ,রাজার পাড় উন্নয়ন পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সমন্বয়ক মোঃ আশিকুল আলম আশিক বলেন, পালিত হয়েছে দেশটাকে পরিষ্কার করি দিবস। এই দিন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলার ঝুড়ি বসানো এবং সচেতনতামুলক স্টিকার লাগানো হয় বিভিন্ন দোকান ও যানবাহনে। একই সাথে পথচারীদেরকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। শুধু রাস্তাঘাটের ময়লা নয়, এই দিনে এবার ডিজিটাল ক্লিন আপ ও করা হয়। এছারাও শুধু মাত্র একটি দিন নয় সারা বছর পরিবর্তন চাই এর স্বেচ্ছাসেবকেরা যত্রতত্র ময়লা না ফেলে যাতে নির্দিস্ট স্থানে ময়লা ফেলে সেই জন্যে ক্যাম্পেইন করে থাকে।