মোঃ তাজুল ইসলাম মিয়াজী :ওমান প্রতিনিধি :
ওমান সালালাহ্ তামরিদ আল তুর্কি কোম্পানিতে কাজের সাইডে কংকৃট পাম্প এক্সিডেন্টে বাংলাদেশী ২ ও ১ ইন্ডিয়ানী সহ ৩ মৃত্যু।
জানা যায় আল তুর্কি কোম্পানির কাজ করা কংকৃট পাম্প পুরনো হয়া কংকৃট তোলায় উপর থেকে কংকৃট পাম্প ভেঙ্গে পড়ে এই দুর্ঘটনা ঘটে, এবং নিচে থাকা ২ বাংলাদেশী ও ১ ইন্ডিয়ানী সহ সাথে সাথে ৩ জনের মৃত্যু হয়।
নিহত রা হলেন, গোয়াইনঘাট সিলেট এর দুই জনি নিহত হয়েছেন ৷ এর মধ্যে ডৌউবাড়ী ইউনিয়নের দাতারী গ্রামের ফয়সাল আহমদ নামে এক জন ৷ আরেক জনের বাড়ি এবং নাম জানা যায়নি ৷ এতে বাংলাদেশী প্রবাসীরা তাদের রুহের মাগফিরাত কমনা করেছে।