ঈশাত জামান মুন্না,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
এখনো আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ঘোষনা হয়নি। হয়নি জোট বা মহাজোটের হিসাব-নিকাশ। নির্বাচনী তফসিল ঘোষনা করতে হয়তো আরোও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে সে অপেক্ষায় বসে নেই একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সম্ভাব্য প্রার্থীরা। বেশকিছু দিন আগে থেকেই তাদের অনেকেই একপ্রকার নেমে পড়েছেন ভোটের মাঠে। বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠানে যে যেভাবে পারছেন নিজের পক্ষে জনসমর্থন জোগাড়ের চেষ্টা করছেন। ক্ষমতাসীন আ.লীগের বিভিন্ন অনুষ্ঠানে ইতোমধ্যে আগামী নির্বাচনের জন্য ভোট চাওয়া শুরু হলেও এ ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে বিএনপি। কারণ দলীয় কোন্দলের পাশাপাশি ক্ষমতাসীনদের চাপে প্রকাশ্যে দলীয়
কর্মকান্ড পরিচালনা করতে না পারাটাও এর একটি অন্যতম কারণ বলে মনে করছে দলটি। এছাড়া জেলা বিএনপি অপেক্ষা করছে কেন্দ্রিয় নির্দেশনারও। তবে থেমে নেই তাদের ‘কৌশলী’ ভোট আহবান। অপরদিকে বসে নেই জাতীয়পার্টির সম্ভাব্য প্রার্থী ঘোষনার পর মাঠে দেখা যাচ্ছে না। বর্তমানে কমবেশি ২দলেই সম্ভাব্য প্রার্থীরাই আগামী নির্বাচনকে ঘিরে ভোটারদের নজরে আসার চেষ্টা করছেন। তবে নির্বাচন কেন্দ্রিক জামায়াতের কোনো কর্মকান্ড এখনো ও প্রকাশ্যে দেখা না গেলেও গোপনে তারা কর্মকান্ড করছেন বলে জানা গেছে।