নারী নির্যাতনের মামলায় চকবাজার থানা যুবলীগের সভাপতি একরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০ টার দিকে চকবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। মিনু আক্তার নামে এক নারীকে নির্যাতনের অভিযোগ দায়ের করা ওই মামলায় গত ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বিষয়টি এবি টিভিকে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।
গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা একরাম হোসেন পাঁচলাইশ থানাধীন টুপিওয়ালা পাড়ার মকবুল সওদাগর লেনের আওয়ামী লীগ নেতা মৃত মোশাররফ হোসেনের ছেলে। ওয়ার্ড যুবলীগের পাশাপাশি নগর যুবলীগের রাজনীতির সঙ্গেও একরাম হোসেন সম্পৃক্ত বলে জানা গেছে।পাঁচলাইশ থানা পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৬ এর ৯ (৪) (খ) ১০ ধারা অনুযায়ী মিনু আক্তার নামের এক নারীর করা মামলায় একরাম হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
সেই পরোয়ানা মূলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, আদালতের একটি পরোয়ানা মূলে একরাম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।এছাড়াও মাদক ক্যাসিনো ব্যবসা সহ আরো ৭ টি মামলা রয়েছে তার বিরুদ্ধে তার মধ্যে নারী নির্যাতন দুইটি কিশোরগঞ্জ দুটি ক্যাসিনো ব্যবসা একটি মাদক ব্যবসা একটি মসজিদের টাকা আত্মসাতের মামলা একটি ,
যুব লীগের নাম ভাঙ্গিয়ে চকবাজার এলাকায় সন্ত্রাসীর রাজত্ব করে চলেছে আকরাম হোসেন বাহিনী ও দেলোয়ার হোসেন ফরহাদ বাহিনী তারা দুজনেই চকবাজার এলাকায় মাদক ব্যবসা ইয়াবা ব্যবসা ক্যাসিনো ব্যবসা সহ অসংখ্য মামলা রয়েছে তাদের বিরুদ্ধে বিশেষ করে দেলোয়ার হোসেন ফরহাদ এর বিরুদ্ধে রয়েছে মোট ১৯ টি মামলা তার মধ্যে রয়েছে মাদক মামলা ক্যাসিনো মামলা নারী নির্যাতন মামলা ছিনতাইকারী মামলা কিশোরগঞ্জ মামলা।
নিউজ ডেস্কঃ