ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনটি ড্রেজার মেশিন কর্তৃপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় পিয়াইন নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
এসময় পিয়াইন নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভোলা জেলার ভোলা সদর উপজেলার দাউয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র সিরাজ মিয়া, বরিশাল জেলার বাকেরগঞ্জের উপজেলার নলুয়া গ্রামের মৃত রশীদ মৃধার পুত্র জামাল মৃধা এবং সিলেট সদর উপজেলার হেংলাকান্দি গ্রামের জুয়েল মিয়ার কাছ থেকে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল উপস্থিত ছিলেন।
ছাতক প্রতিনিধি::