গত ৭/১০/২০ ইং বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আওয়ামী লীগ কতৃক ঘোষিত তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কতৃক নির্দেশিত ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে বেগবান করার নিমিত্তে ২১নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কতৃক সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক ছাত্রনেতা চন্দন ধর দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে বলেন-মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত করার জন্য কেন্দ্র ঘোষিত এবং মহানগর নির্দেশিত সাংগঠনিক কর্মসূচি সমূহকে সফল করার লক্ষে তৃণমূল আওয়ামী লীগকে নব্য ও হাইব্রিড মুক্ত রেখে শক্তিশালী করার উদাত্ব আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোঃ সাহাবুদ্দীন, মোঃ জাহাঙ্গীর আলম, চিত্ত রঞ্জন সরকার, মোঃ নাসির উদ্দিন,
মোঃ সৈয়দুল আলম, মোঃ জাহাঙ্গীর মোস্তফা, মোঃ ইসমাইল, অনিল দাশ, শামসুদ্দীন নুরী, শেখ মোঃ সাইফুদ্দীন খালেদ রানা, নবুয়াত আরা ছিদ্দিকী রকি, রঞ্জন রশ্মি বড়–য়া, শাহানারা বেগম, মোঃ ইমতিয়াজ হোসেন, আহমদ আবু মনজুর, মোঃ শুক্কুর, সাধন চন্দ্র মহুরী, কাজী আব্দুর রকিব পিয়ারু, মোঃ আবু ফরহাদ চৌধুরী সাবু, অধ্যাপক শফিউল বশর, তৌহিদুর রহমান, মোঃ আব্দুর শুক্কুর, পীযুষ কান্তি বিশ্বাস, সাংবাদিক নির্মল দাশ, সুভাষ দেব, মোঃ শরফুদ্দীন মাহী, কা ন চৌধুরী, মোঃ সাইদুল হক,
হাজী মুন্সি মিয়া, এটিএম আহসান উল্লাহ খোকন প্রমুখ। সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে ওয়ার্ডের তিনটি ইউনিটের পৃথক পৃথক কার্যকরী কমিটির সভা আহ্বানের মাধ্যমে নিষ্কৃয় সদস্যদের সক্রিয় করার লক্ষ্যে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য আগামী ১৫ অক্টোবর ১নং ইউনিট, ১৬ অক্টোবর ২নং ইউনিট, ১৭ অক্টোবর ৩নং ইউনিট আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং আগামী ২ নভেম্বর মহানগর আওয়ামী লীগ ঘোষিত সাংগঠনিক কর্মসূচিকে সফল করার লক্ষে ঐক্যমত ব্যক্ত করেন।