
নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে পেশাদার ছিনতাই চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশী করে উদ্ধার করা হয়েছে দুইজন ভুক্তভোগীর ছিনতাই যাওয়া দুটি মোবাইল ফোনও।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিউমার্কেট মোড় ও আন্দরকিল্লা মোড় থেকে উক্ত মোবাইল ফোনসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতাকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মো. মোস্তফার ছেলে মো. রমজান (২২) ও কক্সবাজার জেলার মহেশখালীর জসিম উদ্দিনের ছেলে মো. আকরাম (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, মো. রমজানকে নিউমার্কেট মোড় ও মো. আকরামকে আন্দরকিল্লা মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ভুক্তভোগী কাজীএয়ার আহাম্মদ সেলিম ও মো. রাহাতুল আশেকীন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতারকৃত দুজনই পেশাদার ছিনতাইকারী। নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রথমে টার্গেট ঠিক করেন এবং পরে সুযোগ বুঝে ছিনতাই করেন।গ্রেফতারকৃত দুজনকেই ভুক্তভোগীদের দেয়া মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসিন।