
গত ১২ অক্টোবর জামালখান ওয়ার্ড মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু’র ব্যবস্থাপনায় জামালখান ওয়ার্ডে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে এক কোটি বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চারা বিতরণ অনুষ্ঠান নগরীর মোমিন রোডস্থ ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে সংগঠনের সভাপতি ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু’র সভাপতিত্বে মোঃ মনির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা এ এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বাবুল, সহ-সভাপতি হাজী সাহাবুদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-আওয়ামী লীগ নেতা মোঃ ইমতিয়াজ হোসেন,
অধ্যাপক মাছুম চৌধুরী, হাজী মুন্সি মিয়া, মোঃ ইসমাইল, সুচিত্রা গুহ টুম্পা, শিবু প্রসাদ ঘোষ, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সহ-সম্পাদক আবু সায়েদ সুমন, সাবেক উপ-সম্পাদক মোঃ ইলিয়াছ, ওয়ার্ড যুবলীগ নেতা শফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ইমু, জহিরুল ইসলাম মঞ্জু, ইসমাইল হোসেন লিটন, মোঃ শফিক, রফিকুল ইসলাম, রুবেল আহমদ, মুনির হোসেন, মোঃ হান্নান, মোঃ ওয়াহেদ, আব্দুল রাকিব, মোঃ রুবেল, মহানগর ছাত্রলীগ নেতা মোশরাফুল হক চৌধুরী পাভেল, শাহীন আলম, ইমরান খান,
নিজাম উদ্দিন সাইফুল, রিপন ঘোষ, রুবেল সরকার, মহসিন আরাফাত, ফয়সাল ইসলাম বাবু, ইরফানুল আলম তানিম, ইমতিয়াজ উদ্দিন ইরফান, মহিন উদ্দিন, অভি রায় প্রমুখ। প্রধান অতিথি এ এম রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী পরিবারের রিন্টুদের মতন নবীন সমাজসেবকরা জীবন বাজি রেখে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির মুখোমুখি হয়ে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
নিজেদের অর্থায়নে সাহার্য্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রকৃত জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে বিএনপি নেতারা এই করোনা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে অন্যের উপর ভর করে গোলা পানিতে মাছ শিকার করে সরকার পতনের মিথ্যা স্বপ্নে বিভোর। এই জনসেবায় নিজেদের নিয়োজিত রাখতে গিয়ে আওয়ামী পরিবারের অনেক সদস্যদের আমরা হারিয়েছি। আজকের এই জনমুখী অনুষ্ঠান হতে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং আমিও আগামী দিনে জনগণের সেবক হতে আপনাদের দোয়া চাই।