
ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। আগামীকাল শুক্রবার (৩০-অক্টোবর) রানার্স অফ ছাতকের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাড়ে সাত কিলোমিটারের এ মিনি ম্যারাথনে ঢাকা, বরিশাল,নরসিংদী, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলা থেকে ১২০ জন দৌড়বিদ অংশ নিবেন। শুক্রবার সকাল ৭টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ভূইগাওঁ পয়েন্ট থেকে ম্যারাথন শুরু হয়ে জালালপুর পয়েন্টে ইউ টার্ন নিয়ে পুনরায় ভূইগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হবে।
রানার্স অফ ছাতকের এডমিন ও এই ইভেন্টের আয়োজক আবাদ উল্লাহ জানান, ‘আমরা তারুণ্যকে সুস্বাস্থ্যের পথে এগিয়ে নিতে এই ইভেন্টের আয়োজন করছি। একজন দৌড়বিদ কখনোই মাদকাসক্ত হতে পারবেনা। আমরা এই আয়োজন থকে সবাইকে দৌড়ের প্রতি আকর্ষিত করতে চাচ্ছি। সিলেট সহ সারাদেশে যেন দৌড় একটি জীবনযাপনের অংশ হিসেবে মানুষ বেছে নেয় এটাই আমাদের কামনা।
হাসান আহমদ,ছাতক প্রতিনিধি::