ঝিনাইদহ জেলা কারাগারের জেল সুপার গোলাম হোসেনের বদলী জনিত বিদায় সংম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জেলা কারাগার মিলনায়তনে এ সংম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা কারাগার কর্তৃপক্ষ। জেলা কারাগারের জেলার আবুল বাশারের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, ডেপুটি জেলার ডালিয়া রহমান, জেলা কারা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আবু সাঈদ। এছাড়াও জেলা কারাগারের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিদায়ী জেল সুপার গোলাম হোসেনকে ফুল ও ক্রেষ্ট উপহার দেন অতিথিবৃন্দ।
ঝিনাইদহ প্রতিনিধি;