ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্যোগে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের আহ্বায়ক শেখ মহিউদ্দিন বাবুর অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি লাল খান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম বলেন, ইতিহাসের কলঙ্কময় রক্তঝরা ও বেদনা বিধুর একটি দিন শোকবহ জেল হত্যা দিবস। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারকে নির্মমভাবে হত্যাকা-ের পর এই দিন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বঙ্গবন্ধুর ঘণিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাতের আধাঁরে হত্যা করা হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশমাতৃকার সেরা সন্তান জাতীয় চার নেতাকে শুধু গুলিয়ে চালিয়েই ক্ষান্ত হয়নি, কাপুরুষের মত গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে বর্বরোচিত কায়দায় ক্ষতবিক্ষত করেছে। ইতিহাসের এই নিষ্টুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষ নয়, স্তম্ভিত হয়ে ছিলেন সারাপৃথিবী।
কারাগারে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরণের হত্যাকা- পৃথিবীর ইতিহাসে বিরল। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের সদস্য সচিব এম এ নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান ইমরান, শফিকুল ইসলাম রাসেল, তারেক হাসান টুটুল, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সাত্তার সুমন, মোঃ জামাল উদ্দিন, মোঃ রোবায়েত, মোঃ নাসির উদ্দিন, মোঃ এহসানুল হক, মোঃ মাহিন, মোবারক আলী, মোঃ আলমগীর, মনির হোসেন জনি, মোঃ সজিব প্রমুখ।