
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর আওতাভুক্ত লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং নিউ সিটির উদ্যোগে গত ৯ নভেম্বর নগরীর দেওয়ানহাট মোড়ে লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন আরিফুল ইসলাম রুমি’র সভাপতিত্বে ও লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন কামরুল হাসান তালুকদার’র পরিচালনায় শ্রমজীবি পথচারীদের মাঝে খাবার বিতরণ ও মাস্ক বিতরণ করা হয়। শ্রমজীবি পথচারীদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করেন লিও ক্লাব এডভাইজার লায়ন আবুল কাশেম এম জে এফ,
প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন রফিকুল ইসলাম মমিন, লায়ন একে এম শাফিজল ইসলাম, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও মনিরুজ্জামান মনির, সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লিও আশরাফুল ইসলাম আসিফ, লিও নাহিদা আক্তার, লিও শান্তা, লিও জারা, লিও রিয়াজ, লিও কনা, লিও আবিদা, লিও মেহেদী, লিও রিয়াদ প্রমুখ।