![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমভি নিউ কারেজ’ নামের একটি পানামা পতাকাবাহী জাহাজ। এ জাহাজ মাঝ-সমুদ্রে থাকা অবস্থায় জাহাজটির সেকেন্ড অফিসার জেসি ইকেটার ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আগমন করে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, বর্তমানে জাহাজটি বহির্নোঙ্গর থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে আগমনের অপেক্ষায় রয়েছে।
আগমনের পর উক্ত ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়ায় নামানো হবে এবং ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে।জানা গেছে, জাহাজটি দক্ষিণ আফ্রিকা থেকে কাঠ ও জাতিসংঘ মিশনের গাড়ি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আগমনকরে। জাহাজটি মাঝ-সমুদ্রে চলন্ত অবস্থায় জাহাজটির সেকেন্ড অফিসার জেসি ইকেটার ম্যালেরিয়া আক্রান্ত হন। পরবর্তীতে তিনি চলতি বছরের গত ২৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। জেসি ইকেটার ফিলিপাইনের নাগরিক।