
ছাতক প্রতিনিধি::
ছাতক পুরাতন হাসপাতালের (দাতব্য চিকিৎসালয়) ভূমিতে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে দ্বিতল বিশিষ্ট একটি মার্কেট নির্মানের অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক স্থানীয় সরকার ফজলুল কবিরের নেতৃত্বে গঠিত তদন্ত টিম সরেজমিনে এ সম্ভাব্যতা যাচাই করেছে। তদন্ত কালে এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, উপজেলা ইঞ্জিনিয়ার আবুল মনসুর মিয়া, ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। তদন্ত টিম প্রধান ফজলুল কবির জানান, জেলা পরিষদের উদ্যোগে মার্কেটটি নির্মিত হলে এ মার্কেট শিল্প শহর ছাতকের ব্যবসা-বাণিজ্য তথা অর্থনৈতিক কর্মকান্ডে সহায়ক ভূমিকা রাখবে।