
“কালীগঞ্জ অগ্রনী ব্যংকের দুই কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ দুই কর্মকর্তা বরখাস্ত” শিরোনামে সংবাদ প্রকাশে সম্মানহানী ঝিনাইদহের দুই সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগে জেলা জুড়ে বইছে নিন্দা ও প্রতিবাদের ঝড়, কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত ঝিনাইদহের দৈনিক নবচিত্রের বার্তা প্রধান আসিফ ইকবাল কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগের বিরুদ্ধে পৃথক দুটি মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এক ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালিত হয়। এ সময় রাজপথে ক্যামেরা রেখে অবস্থান কর্মসূচী পালন করেন সাংবাদিকরা। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানূর রহমান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্টু,
কোষাধ্যক্ষ ওলিয়ার রহমানসহ অনেকে। অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যহারের দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে বলে হুসিয়ারি দেন নেতৃবৃন্দ। উল্লেখ্য, দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকায় অগ্রণী ব্যাংক কালীগঞ্জ শাখার আব্দুস সালাম ও আজির উদ্দীন নামের দুই কর্মকর্তা কৃষকদের নামে ভুয়া ঋন তুলে প্রায় দুই কোটি আত্মসাৎ করেন। এ সংক্রান্তে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি ধামাচাপা দিতে ওই দুই কর্মকর্তা আদালতে পৃথক দুইটি মামহানীর মামলা দায়ের করেন।