
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে মানবাধিকার মহিলা ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে এক শোভাযাত্রা ও শোভাযাত্রা শেষে আলোচনা সভা নারী নেত্রী জিন্নাত সোহানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর লেখক সাংবাদিক মতিউর রহমান সৌরভ। প্রধান অতিথি বলেন,নারী আমাদের মা, নারী আমাদের কন্যা, নারী আমাদের জীবন সঙ্গিনী তাই নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের সহজাত প্রবৃত্তি হওয়া উচিত।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীর ভূমিকাও অপরিসীম উল্লেখ করে প্রধান অতিথি মতিউর রহমান সৌরভ আরো বলেন, নারী-পুরুষের উভয়ের সহনশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রকাশের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ সম্ভব। এতে আরো বক্তব্য রাখেন নারীনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, শায়েরা পারভীন, শিক্ষিকা শারমিন আক্তার, শিল্পী সাবরীনা খান, মরিয়ম আক্তার পিংকি, নুপুর আক্তার, আমেনা বেগম ডলি প্রমূখ।