
মোঃলিমন মিয়া সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে ২৬ নভেম্বর থেকে বিশেষ কর্ম বিরতি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সহকারী একত্রিত হয়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে এ ঘোষনা দেন, বাংলাদেশ হেল্থ এসিস্টেন্ট এসোসিয়েশন ও দাবী বাস্তবায়ন কল্পে পরিষদ সরিষাবাড়ী, জামালপুর।
উক্ত কর্মসূচির মাধ্যমে, ১৯৯৮ সালের প্রধান মন্ত্রীর ঘোষনা, ২০০৮ সালের স্বাস্থ্য মন্ত্রীর ঘোষনা এবং ২০ ফেব্রুয়ারী ২০২০ স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রোতি স্বাস্থ্য পরিদর্শক- ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারিদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দবী জানান।এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি রহুল আমিন, সাধারন সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমানপ্রমুখ।