
বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন পাথরঘাটা ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি টিপু দাশ গোপাল এর সভাপতিত্বে ও হৃদয় দাশের স লনায় অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলটি কোতোয়ালী থানার সামনে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা স্বদেশ দাশ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা শিপন দাশ,
দুর্জয় দাশ, রিপন দাশ, অন্তু দাশ, অভি দস্তিদার, কিশোর দাশ, আনিসুর রহমান, ওয়ার্ড যুবলীগ নেতা রানা দাশ, রাজু দাশ, খোকন দাশ, উজ্জ্বল দত্ত, সানি দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গচুর মানে ৭১’র স্বাধীনতায় যারা এদেশের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের দালাল হয়ে এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছেন তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভয় পায়। তারাই স্বাধীনতার বিরোধী শক্তি। তারা এদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে বিশ্বাস করে না। তারাই খন্দকার মোস্তাকের প্রেত্ত্বা।