
হাসান আহমদ,ছাতক প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের হাতে উন্নয়নের জন্য টাকার কোনো অভাব নেই। তাই জনকল্যাণমুখী বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরিবের বন্ধু। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত শনিবার দুপুরে সুধী সমাবেশ সুনামগঞ্জের যাত্রাকালে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট ছাতক-দোয়ারাবাজারবাসীর উদ্দ্যোগে আয়োজিত পথ সভায় কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী সভাপতিত্বে ও যুবলীগ নেতা কাওসার আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় এম এ মান্নান এ কথাগুলো বলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন আ’লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, সাবেক উপজেলার চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল,
শাহিন আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা উপজেলার কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া,শিক্ষক পংকজ দত্ত,ছায়েদুর রহমান ও নেপুর প্রমুখ। মন্ত্রী এম এ মান্নান বলেন, সরকার হাওর এলাকার মানুষের বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি প্রকল্প নিয়েছে। গৃহহীনদের জন্য আরও গৃহনির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। এ দেশে কেউ গৃহহীন থাকবে না।
চার হাজার কোটি টাকা দিয়ে সুনামগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হচ্ছে। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিহিংসার রাজনীতি প্রত্যাখান করার আহবান জানিয়ে মন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু একটি মহল এসব ব্যাঘাতে তৎপর রয়েছে, এ জন্য জনগণকে সজাগ থাকতে হবে।সভার শেষে গোবিন্দগঞ্জ ট্রাফিক পযেন্টকে মুক্তিযোদ্ধা চত্ত¡র ঘোষনা করা হয়।