
মোঃলিমন মিয়া সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার আসরে টাকা ভাগ-বাটোয়ারা কে কেন্দ্র করে আলম মিয়া (২৫) নামে এক যুবকের লাশ। রোববার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার পৌরসভার কাঠিয়ার বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়দের সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার কাঠিয়ার বাড়ী গ্রামে নবা আলীর পানির সেচ ঘরে দীর্ঘদিন যাবৎ জোয়ার আসর চলে চলছিল। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে জুয়া খেলায় হেরে যায় আলম মিয়া। এক পর্যায়ে মাত্র ৫০টাকার জন্য খেলার স্থানে কাঠিয়ারবাড়ী হাছেন মেঠের ছেলে মুক্তা মিয়া ও ফজল মিয়ার ছেলে সুমনের সাথে হাতাহাতি মারামারির সংঘর্ষের ঘটনা ঘটে।পরে রোববার ভোর রাতে মুক্তা, সুমন,
একই এলাকার আফছার আলীর ছেলে আজিজুল হক ও মালেক মিয়া কৌশলে আলমকে ডেকে নিয়ে ধান ক্ষেতে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ধান ক্ষেতে এনে নিহতের বাড়ির পাশে ফেলে রেখে চলে যায়।রোববার সকালে সংবাদ পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো.ফজলুল করিম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।