
নগরীর বিভিন্ন স্থানে রাস্তার ধারে রাত কাটানো সুবিধাবঞ্চিত শিশু আবালবৃদ্ধবনিতা সকল শীতার্তদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করেন তরুণ ব্যবসায়ী ও উদীয়মান সমাজকর্মী মা মনি এন্টারপ্রাইস এর চেয়ারম্যান হক মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা নুরুল আলম শিপু।কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন, মীর মোহাম্মদ রমজান আলী প্রেম চেয়ারম্যান আকাশ তারা সংগঠন, মোহাম্মদ মিন্টু মহাসচিব, আকাশ তারা সংগঠন, মোঃ নুরেআলম সিদ্দিকী ,সাংগাঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি আকাশ তারা সংগঠন,
মোঃ রাজু সভাপতি চকবাজার শাখা আকাশ তারা সংগঠন, দেবু চৌধুরী আহবায়ক বাশঁখালী শাখা আকাশ তারা সংগঠন, মোঃ নুর নবী আহবায়ক ভোলা জেলা আকাশ তারা সংগঠন, মোহাম্মদ সাকিব আহবায়ক ভূজপুর থানা শাখা আকাশ তারা সংগঠন, মোহাম্মদ কামাল সভাপতি আকাশ তারা সংগঠন ৩য় শাখা, মোহাম্মদ টিপু প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি আকাশ তারা সংগঠন, মোহাম্মদ মনসুর অর্থ সম্পাদক কেন্দ্রীয় কমিটি আকাশ তারা সংগঠন।এ সময়, নবীন সমাজ কর্মী নুরুল আলম শিপু বলেন,
আমি ব্যবসা করে যা উপার্জন করি তাকে তিন ভাগে ভাগ করে গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে দান করি। আমি এই প্রকল্প প্রতিবছর যাতে চালু রাখতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।এছাড়াও করোনাকালে জনসচেতন মূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছিলেন তরুণী এই ব্যবসায়ী জনসাধারণের মাঝে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার, চাল ডাল আলু নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী অনুদান হিসেবে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। তার বিনিময়ে সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।