
ঈশাত জামান মুন্না,লালমনিরহাট প্রতিনিধি:
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এ স্লোগান দিয়ে যখন সরকার মাদক বিরোধী আন্দোলন শুরু করেছিল ঠিক তখনই বিভিন্ন থানায় বাংলাদেশের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে যেমন লালমনিরহাটের কালীগঞ্জ থানায় ৪ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ
জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বিভিন্ন মাদকমামলার পলাতক ওয়ারেন্টভুক্ত ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বাদল কুমার মন্ডল ও তার টিম এসআই তুষার চন্দ্র, এসআই কাউছার রহমান, এসআই স্বপন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ০৩/১১/১৮ তারিখ রাত্রিতে কালীগঞ্জ থানার মদাতী ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০(ত্রিশ) পিস্ ইয়াবা ট্যাবলেট সহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আমিনুর রহমান(৩০), পিতা- মৃত. মহির উদ্দিন, লিমন মিয়া(২৫), পিতা- মৃত. অলিয়ার রহমান, উভয়ের গ্রাম উত্তর মুশরত মদাতী কে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে মাদকব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে,তিনি আরো জানান আটককৃত মাদক ব্যবসায়ীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ মামলা দায়ের করা হয়েছে।