ঈশাত জামান মুন্না,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
লারমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস আই বাদল কুমার ও তার টিম আজ ০৩/১১/১৮ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোড়ল এলাকা হতে ১২ বোতল ফেন্সিডিল সহ গোড়ল মালগড়া এলাকার মৃত ফজলে রহমান এর পুত্র বাদশা মিয়া (৪২)কে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে আটক করা হয়েছে মাদকব্যবসায়ীকে,তিনি আরো জানান আটককৃত মাদক ব্যবসায়ী নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ মামলা দায়ের করা হয়েছে।