
মোঃলিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামীলীগের দুইগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলাম, কনস্টেবল জোয়াহের, আব্দুস সালাম ও সাইফুল ইসলামসহ আ’লীগ-যুবলীগের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। গত মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আওয়ামীলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।দলীয় একটি সূত্রে জানা যায়, যমুনা সার কারখানা এলাকায় রাজনৈতিক গ্রুপিং ও আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঙ্গে স্থানীয় যুবলীগের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৭টার দিকে ওই দু-গ্রুপের মধ্যে বিরোধ বাধে। একপর্যায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে ৬ টা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করা হয়। এছাড়া উভয় পক্ষের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগে পুড়িয়ে দেয়াসহ ৭টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এই তান্ডব দুই গ্রুপের মধ্যে রাত ৭টা থেকে ৮টা পর্যন্ত ১ঘন্টা স্থায়ী হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এতে এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় তান্ডব চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে ইটপাটকেলের আঘাতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলাম, কনস্টেবল জোয়াহের, আব্দুস সালাম, সাইফুল ইসলামসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমত আলী বাদি হয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ ৩২ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম জানান, বিজয় দিবস উদযাপন লক্ষে তারাকান্দি শহীদ মিনার প্রাঙ্গনে মঞ্চ তৈরীর কাজের প্রস্তÍতি নেয়া হয়। এ সময় আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিকসহ তার সমর্থকরা হামলা চালিয়ে মঞ্চটি ভাংচুর করে। এতে উভয় গ্রুপের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক জানান, তারাকান্দি শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে কথা বলছিল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মামুন ও ছাত্রলীগ কর্মী হেলাল। এ সময় যুবলীগ নেতা মুকুল হেলালের জামার কলার ধরে বলে তোরা কিসের ফুল দিবি। এর প্রতিবাদ করে আল মামুন। এতেই মুকুল বাহিনীরা হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। এ নিয়ে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও জানান।এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, হামলা সংঘর্ষের ঘটনায় ৩২জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি।মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।