
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক, চকবাজার থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল আলম শিপুর নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় নুরুল আলম শিপু অপরাধ তালাশকে বলেন, মহান বিজয় দিবসে প্রধান লক্ষ্য ছিল গণতন্ত্র। ততকালিন পাকিস্তান সরকার জনগণের ভোটাধিকার হরণ করতে চেয়েছিল বলেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটেছিল।আজ মানুষের কথা বলার অধিকার নেই। মৌলিক মানবাধিকার নেই। কথা বললে সেটা এডিট হয়ে যাচ্ছে।
অথচ আমাদের দলের চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন শাসকদলের নেতারা।র্যালিতে আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী খালেদ মাহমুদ মিঠু, ওয়ার্ড আহবায়ক প্রার্থী আরিফুল ইসলাম, সদস্য সচিব প্রার্থী মোহাম্মদ কামাল, যুগ্ম আহবায়ক প্রার্থী মোহাম্মদ রাজু, কাপাসগোলা ইউনিট আহবায়ক রানা, মেডিকেল ইউনিট আহবায়ক সুমন, গোয়াছি বাগান ইউনিট আহবায়ক তানবির, আকবর শাহ ইউনিট আহবায়ক টিটু। আরো উপস্থিত ছিলেন টিপু, জিকু, জিসান, রুবেল, মাহি, মো. হানিফ, মো. সাজ্জাদ, মো. সালাউদ্দীন, লিটন, ফসলু, রহিম প্রমুখ।