অদ্য ২০ ডিসেম্বর কোতোয়ালী থানা চত্বরে মরহুম আবু তালেব চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ও শেখ রাসেল স্মৃতি সংসদ’র সার্বিক সহযোগিতায় মাসব্যাপী ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এর সমাপণী কার্যক্রম সম্পন্ন হয়। মরহুম আবু তালেব চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ রাশেদ চৌধুরীর সভাপতিত্বে ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আফজাল হোসেন আজু’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ আবছার উদ্দিন,
বেসরকারী কারা পরিদর্শক ও সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক দেব দুলাল ভৌমিক। এতে আরো উপস্থিত ছিলেন তিন তিন বারের নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও বর্তমান আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী লুৎফুন্নেছা দোভাষ বেবী, আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর, থানা আওয়ামী লীগ নেতা দীপক ভট্টাচার্য্য, আব্দুস সালাম, ওমর ফারুক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এডভোকেট তপন কুমার দাশ, প্রকাশ জৈন,
স্বেচ্ছাসেবক লীগ নেতা সাধন দাশ, যুবলীগ নেতা মঈনুল ইসলাম মাঈনু। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-করোনার প্রভাব শীতকালে বৃদ্ধি পাওয়ায় আমাদের পূর্বের তুলনায় আরো সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরায় উদ্বুদ্ধ করতে হবে এবং সংগঠনকে এই ধরণের কার্যক্রম পরিচালনার জন্য প্রশংসা করে এমন মানবিক কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক শুভ দাশ, অর্থ সম্পাদক দেব জয় দে, আপ্যায়ন সম্পাদক সৌরভ দেওয়ানজি, পূজা সরকার, অপ্সরী সরকার, মিথিলা দাশ, সৈয়দ ইমরানুল আলম, রিয়াদ, সুরঞ্জিত দে, পূজন দে, জয়, জনি, আদিব, সাদি, নিলয় প্রমুখ।