
মহান বিজয় দিবস উপলক্ষে ৪৩নং আমিন শিল্পা ল ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা গত ১৯ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় ওয়ার্ড স্বেচ্ছসেবকলীগ সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইসলাম হোসেন রনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এম ইলিয়াছ সরকার। এসময় আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেল, আরিফ আহমদ সুজন, এমদাদুল হক বাকের, শিবলু আহমেদ জামাল, কামাল হোসেন,
হোসেন হাজারী, বাবলু, কাজী আল মামুন, আব্দুল কাদের, নূর নবী খন্দকার আকাশ, সুজন গাজী, সোহেল, মিন্টু, শাহাদাত, আওলাদ, নবী, ডি.এম. সুমন, ডিস মান্নান, জামাল, সাইফুল, পলাশ, আজম, মামুন, সৌরভ হোসেন, আলাল, সাদ্দাম, মতিন, হাসান মুন্সি, লাল সুমন, শাকিল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্ষক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকহানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে।
তখন যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি, তাদেরই পেতাত্মারই উগ্র মৌলবাদের বাষবিস্প ছড়িয়ে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে। মৌলবাদীরা ধর্মকে পুঁজি করে দেশে যাতে কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান এবং আগামী ২৭ জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী নৌকা এবং ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোবারক আলীকে টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা।