
মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলহাজ্ব এনামুল হক চৌধুরী রুহুল আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন আদায়ের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সম্প্রতি পুরান বাজার থেকে তার গণসংযোগ শুরু হয়।মাইজপাড়া, হংস মিয়াজির পাড়া, উত্তর সরদার পাড়া, দক্ষিণ সরদার পাড়া, উত্তর সাইরার ডেইল, দক্ষিণ সাইরার ডেইল, মগডেইল ও তিতা মাঝির পাড়া হয়ে পূনরায় পুরান বাজার এসে এক সংক্ষিপ্ত
আলোচনা সভায় এনামুল হক চৌধুরী রুহুল বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মহেশখালীর মাতারবাড়ীতে দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এজন্য আগামী ইউপি নির্বাচনে মাতারবাড়ীবাসির জন্য একজন দক্ষ ও দূর্নীতিমুক্ত জনসেবকের প্রয়োজন রয়েছে বিধায় তিনি আবারো নির্বাচন করার প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি বলেন আমি কখনো অপশক্তিকে প্রশ্রয় দিইনি, এলাকায় মদ, জুয়া ও অশ্লীল কর্মকা- কে কখনো সমর্থন করিনি। প্রকল্পে মাতারবাড়ীবাসির জন্য শতভাগ চাকরীর নিশ্চয়তার জন্য আমৃত্যু সংগ্রাম করে যাব। গণসংযোগকালে উপস্থিত ছিলেন এম.ইউ.পি জাবের আহমদ, আলহাজ্ব আব্দুল করিম, আলহাজ্ব আব্দুল মালেক সওদাগর, জালাল আহমদ সওদাগর, আলী আহমদ সওদাগর, আল্লামা কুতুব উদ্দিন আলকাদেরী,
আব্দুস শুক্কুর, আলী আহমদ, মাষ্টার কায়সার নেওয়াজ, মাষ্টার নাজিম উদ্দিন, নাসির উদ্দিন, জানে আলম, বাহাদুর হোসেন, গুনু মিয়া, মোহাম্মদ হোসাইন সওদাগর, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ওয়াহেদুর ইসলাম, ওয়াহিদুল কাদের, আবু তাহের, ফারুকুল ইসলাম, রিদোয়ানুল কাদের, দেলোয়ার হোসেন, নুরুল হোসেন, শাকের উল্লাহ, আবুল কাসেম রানা, মানিক খান জয়, আলতাব উদ্দিন, খলিলুর রহমান, জাকের হোসেন, কুতুব উদ্দিন, কপিল উদ্দিন, নুর মোহাম্মদ, ইলিয়াছ সওদাগর, মাওলানা ওয়াহিদুল কাদের, নুরুজ্জামা, সাইফুল ইসলাম, তাজেম উদ্দিন তজু, মাসেকুল্লাহ, খোরশেদ আলম, মোহাম্মদ রাসেল সওদাগর, মোজাম্মেল, নাজমুল হাকিম, হাফেজ মুয়াজ্জেম হোসেন, দানু মিয়া সওদাগর প্রমুখ।