
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনায় ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসের এক স্বেচ্ছাসেবককে (সিপিসি সদস্য) অপহরণ করেছে রোহিঙ্গা দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৪ থেকে অপহৃতকে উদ্ধার করেন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।এর আগে বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে শফিউল্লাহ কাটা এ-১ ব্লক থেকে তাকে অপহরণ করা হয়েছিল।অপহৃত মোহাম্মদ হোসেন (৪৫) টেকনাফ সদর ৬নং ওয়ার্ডের কলেজ পাড়ার মো. কাশেমের ছেলে এবং কক্সবাজারের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন।
অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উখিয়ার রোহিঙ্গা ১৬নং ক্যাম্প শফিউল্লাহ কাটার হেড মাঝি মো. তাহের (৩২) কে গ্রেফতার করা হয়। তিনি ক্যাম্পের ব্লক এ-১ এর আবুল বাশারের ছেলে।রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. হেমায়েতুল ইসলাম এ সকল তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন রোহিঙ্গা মিলে সিপিপি মোহাম্মদ হোসেনকে অপহরণ করে।
স্বজনদের পক্ষ থেকে ঘটনাটি এপিবিএনকে জানানো হয়।এরপর ভিকটিমকে উদ্ধারে এপিবিএন ক্যাম্প সহকারি কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম খালেকুজ্জামানের নেতৃত্বে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিবুর রহমান সঙ্গের অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে দীর্ঘ ৮ ঘণ্টার মাথায় উদ্ধার করতে সক্ষম হয় আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উখিয়ার মো. তাহেরকে গ্রেফতার করে উখিয়া থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, ক্যাম্পের এক স্বেচ্ছাসেবক অপহরণের ঘটনায় রোহিঙ্গা মাঝিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।