
নিউজ ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে কোনো সমস্যা থাকবে না। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। তিনি দারিদ্র্য বিমোচনে কাজ করছেন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে আমরা যত ভালো করব দেশে দারিদ্র্য তত কমবে। বর্তমান সরকার এজন্য শিক্ষার উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুরে জামেয়া ইসলামিয়া বাইশগ্রাম মাদরাসায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রয়াত মো. আবদুল বারীর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা পরাধীন ছিলাম। বঙ্গবন্ধু না হলে এ দেশ স্বাধীন হতো না। তিনিই স্বাধীনতার মহানায়ক। আমাদের মনে রাখতে হবে, এ দেশ এমনি এমনি আসেনি। স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। তাদের প্রতি সবসময় আমাদের শ্রদ্ধা রাখতে হবে।তিনি আরও বলেন, একসময় যেখানে রাস্তা ছিল না, এখন সেখানে রাস্তা হয়েছে। যেখানে বিদ্যুৎ ছিল না, সেখানে এখন আলো জ্বলছে। এসব সম্ভব হয়েছে দেশ স্বাধীন হয়েছে বলে। এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের এই অগ্রযাত্রায় শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুহতামিম মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী হুসেন তওফিক চৌধুরী, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল ওদুদ।