
নিউজ ডেস্কঃ
দেওয়ানবাগ দরবার শরিফের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুব-এর দেওয়ানবাগী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা ৪৮ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দেওয়ানবাগ দরবার শরিফ।দেওয়ানবাগ দরবার শরিফের জানায়, আজ সোমবার সকালে নিজ বাসায় হূদরোগে আক্রান্ত হয়, সৈয়দ মাহবুব।
পরে রাজধানীর একটি হাসাপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।দেওয়ানবাগ শরিফের মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ মেহেদী হাসান জানান, বর্তমানে দেওয়ানবাগী পীরের মরদেহ দেওয়ানবাগ দরবার শরিফের বাসভবনে রাখা আছে। আগামীকাল মঙ্গলবার বাদ জোহর মতিঝিলের বাবে মদিনাতে দেওয়ানবাগী পীরকে দাফন করা হবে বলে জানা যায়।