
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা ডবলমুরিং ও সদরঘাট থানা কমিটির উদ্যোগে মাস্ক ও ধারাবাহিক বিতরণের ১১তম বর্ষে সুবিধা বি তদের মাঝে উপহার হিসেবে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি নগরীর পশ্চিম মাদার বাড়ী রেল গেইট সংলগ্ন হাবিব টাওয়ার মিলনায়তনে আজ বিকেল ৩টায় মানবাধিকার জেলা কমিটির সভাপতি কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর।
প্রধান আলোচক ছিলেন মানবাধিকার ফাউন্ডেশন জাতীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মতিউর রহমান সৌরভ এবং বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন, আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান রুবেল, ফাউন্ডেশনের জেলা কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর, সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন সদরঘাট থানা কমিটির সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন,
ডবলমুরিং থানা কমিটির সভাপতি মোঃ আবদুর রব। ডবলমুরিং থানা মানবাধিকার জয়েন্ট সেক্রেটারি মোখলেছার রহমান এবং সদরঘাট থানার কার্যকরী সভাপতি আবদুল ওহাব এর যৌথ স ালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক এস এম সাহাব উদ্দিন, মোঃ ইব্রাহিম, মোশাররফ হোসেন ভূইয়া, আবু শাহাদাৎ চৌধুরী শিপন, সামসুদ্দিন রুবেল, আবদুল্লাহ আল মামুন, মোঃ জামাল উদ্দিন, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, নুর জামাল চৌধুরী প্রমূখ।