
উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক গাউসুল আজম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ মুহাম্মদ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (কঃ) এর ১১৫তম ওরশ শরিফ উপলক্ষে স্মরণ সভা আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৩ জানুয়ারি শনিবার বিকালে অক্সিজেনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত খলিফায়ে দরবারে আ’লা হযরত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)।
রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মুহাম্মদ আবু ছালেহ আঙ্গুর, মোহাম্মদ মিয়া জুনায়েদ, আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, এ.জে.এম হোসাইন চৌধুরী, মাওলানা আব্দুল কাদের রজভী, মাওলানা জাফর কামালী, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর ওসমান, মুহাম্মদ জামাল উদ্দিন, শায়ের মুহাম্মদ এনামুল হক এনাম, মাস্টার মুহাম্মদ সেলিম, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ সরওয়ার উদ্দিন, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ শাহীন সুজন, মুহাম্মদ জাকির হোসেন সওদাগর, মুহাম্মদ ফজলুল হক মুবিন, মুহাম্মদ সুমন, মুহাম্মদ মঈনুদ্দীন মুনির, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ আমানুল্লাহ্, হাফেজ মুহাম্মদ শাহাদাত,
শায়ের মুহাম্মদ শাহাদাত হোসাইন কাদেরী, মুহাম্মদ কাউসার, মুহাম্মদ আব্দুস শুক্কুর, মুহাম্মদ সাইদুল করিম বাপ্পি, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ ইমাম হোসেন, মুহাম্মদ মিনহাজ নূরী, আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ বরাত প্রমুখ। সভাপতির বক্তব্যে আল্লামা নূরী বলেন, সুফিবাদের মাধ্যমেই সামাজিক পরিবর্তন সম্ভব। সুফিদর্শন হলো-মানুষকে ভালবাসার মাধ্যমে আল্লাহ্র সান্নিধ্য লাভ করা। কারণ মানবপ্রেম ইসলামের মর্মবাণী। এ জন্য আগে নিজেকে শুদ্ধ হতে হবে। এছাড়াও গাউসুল আযম মাইজভান্ডারীর মতো মহান পুরুষদের নির্দেশিত পথে চললে সমাজ সুন্দর হবে। আল্লামা নূরী আরো বলেন, মানুষকে ভালবাসার মাধ্যমে রাষ্ট্র সান্নিধ্য অর্জনই মাইজভান্ডারী ত্বরিকার শিক্ষা।