
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি চসিক নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা গোলজার বেগমের নেতৃত্বে গণসংযোগ সহ ট্রাক যোগে বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রচারণা চালানো হয়। গণসংযোগের এলাকাসমূহ লালখান বাজার, বাগমনিরাম, এনায়েত বাজার, জামালখান, চকবাজার, দেওয়ান বাজার, পশ্চিম বাকলিয়া, আন্দরকিল্লা, ফিরিঙ্গী বাজার, বক্সির হাট, কালামিয়া বাজার, দক্ষিণ বাকলিয়া, পূর্ব বাকলিয়া নির্বাচনী এলাকা। গণসংযোগকালে গোলজার বেগম বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় অধিক জনপ্রিয় একটি রাজনৈতিক দল। দীর্ঘ এক যুগ ধরে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।
তাই অযোগ্যদের হাতে দেশের নেতৃত্ব যাওয়ায় দেশ দুর্নীতিগ্রস্থ, সন্ত্রাস নির্ভর এবং রাষ্ট্র যন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে এক দলীয় শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে। এতে রক্ষা পাওয়ার জন্য আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে বিএনপির প্রার্থী জননন্দিত নেতা প্রখ্যাত চিকিৎসক ডা. শাহাদাত হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে চট্টগ্রাম মহানগরকে সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। এসময় তিনি বিভিন্ন এলাকায় ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণার প্রচার পত্র বিলি করেন।
এসময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা খতিজা বেগম, চকবাজার থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আলতাজ বেগম, আকবর শাহ্ থানার মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা পারভীন ফারহানা রোজা, ১৪নং লালখান বাজার ওয়ার্ড সভানেত্রী জাহানারা বেগম মনি, যুগ্ম সম্পাদিকা কমলা তানিয়া, সাংগঠনিক সম্পাদিকা আকাশী বেগম, জামাল খান ওয়ার্ড মহিলা দলের মহিলা দল নেত্রী খালেদা বেগম, আফসানা বেগম প্রমুখ।ট্রাকযোগে প্রচারণা কালে প্রত্যেক এলাকায় ধানের শীর্ষ প্রতীকের স্লোগানে মুখরিত হয় এবং নির্বাচনী সঙ্গীত পরিবেশন করা হয়।