
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কা ও পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোবারক আলীর টিফিন ক্যারিয়ার মার্কার সমর্থনে ৪৩ নং সাংগঠনিক আমিন শিল্পা ল ওয়ার্ডে হাজার-হাজার নারী-পুরুষের উপস্থিতে আজ ২৪ জানুয়ারি রোববার গণসংযোগ ও বিশাল গণমিছিলের আয়োজন করা হয়। গণমিছিল শেষে আমিন কলোনী মসজিদ চত্বরে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য এডভোকেট তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও মুহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ড. জমির উদ্দিন সিকদার, নগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট এ.এইচ.এম. জিয়া উদ্দিন, যুগ্ম আহবায়ক কেবি এম. শাহজাহান,
সালাহউদ্দিন আহমেদ, পাট ও বস্ত্র সম্পাদক আশিষ কুমার, উপ-পাঠ ও বস্ত্র সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, উপ প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা: উম্মে সালমা মুন মুন, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য নুরুল কবির, সুজিৎ দাশ, আজাদ খান, আজিজ মিছির, সাধন দা, পংকজ রায়, শাহেদ আলী রানা, মো: সালাউদ্দিন, ৪৩নং ওয়ার্ডের সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রাকিব, মামুনুর রশিদ, তানভির, কোরবান আলী, কামাল, মান্নান, মিজানুর রহমান, কাজী আল মামুন, তাজুল ইসলাম সোহাগ,
মো: শাহিন, নয়ন, সহ কেন্দ্রীয়, মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রাম মহানগরের উন্নয়ন নিশ্চিত করতে মেয়র পদে নৌকা প্রতীকে রেজাউল করিম চৌধুরীকে এবং ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোবারক আলীকে টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।