
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ;
ঝিনাইদহের কোটচাঁদপুরে সদ্য নির্বাচিত এক পৌর কাউন্সিলরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ। তিনি হচ্ছেন পৌর সভার দুধসরা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ও ১নং ওয়ার্ডে সদ্য নির্বাচিত কাউন্সিলর আবু হানিফ। তিনি গত গত ৩০জানুয়ারী তৃতীয় ধাপের পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হন। তার বিরুদ্ধে মাদক মামলার অভিযোগ থাকায় গত ২২ ফেব্রুয়ারী ঝিনাইদহের একটি আদালত ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা, অনাদায়ে আরো ১মাসে বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার সেকেন্ড কর্মকর্তা এসআই আবদুল মান্নান বলেন-আদালতের গ্রেপ্তারী পরোয়ানা পেয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহায়মেনুল ইসলাম ও কর্মকর্তা ইনচার্জ মাহাবুব আলম স্যারের নির্দেশনায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুধসরা এলাকা থেকে আমরা কাউন্সিলর হানিফকে গ্রেফতার করি। তাকে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮সালে মাদক মামলা রুজু হলে সেই মামলায় তার জেল ও জরিমানা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন আমাদের দায়িত্ব নির্বাচন পর্যন্ত। এখন দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রনালয়ের। যেহেতু কাউন্সিলর সাজাপ্রাপ্ত হয়েছেন এখন ওই মন্ত্রনালয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন।