
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. জহুরুল আলম জসিম বলেন, একটি আবাসিক এলাকার পরিবেশ সুন্দর রাখতে প্লট মালিকদের সামাজিকভাবে সুসংগঠিত হতে হবে। এলাকাকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত রাখতে এলাকার কিশোর ও তরুণ যুবসমাজকে ভালো কাজে সম্পৃক্ত করতে সমাজের বিত্তশালীদের সহযোগিতার হাত বাড়িয়ে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। একটি এলাকার উন্নয়নে বিভিন্ন সংস্থার সাহায্য সহযোগিতা ছাড়া সম্ভব নয়।
তাই সকলকে এলাকার উন্নয়নে সিটি কর্পোরেশন, পিডিবি, ওয়াসা সহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সহযোগিতা করতে হবে। ৬ মার্চ বিকাল ৫টায় আকবরশাহ্ থানাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডস্থ উত্তর লেকসিটি হাউজিং সোসাইটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের আহ্বায়ক এড. সেকান্দর বাদশার সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য মো. ইমরুল হায়দার সৈকত এর স ালনায় আরো বক্তব্য রাখেন, ব্যাংকার মো. হুমায়ুন কবীর,
ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. এম.এইচ আর রেজাউল করিম, পূর্ব ফিরোজশাহ্ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ খান, নেছারিয়া কামিল (এম.এ) মাদরাসার সিনিয়র শিক্ষক ও ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বাচ্চু, লায়ন মোহাম্মদ সামশুল আলম, আফাজ উল্লাহ, মো. সাইফুল ইসলাম সাইফ,
মো. মিজানুর রহমান, সি-ব্লক সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সুমন, এইচ ব্লক সমাজকল্যাণ পরিষদের সহ-সম্পাদক বেলাল উদ্দিন জুয়েল, জি-ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাইদুর রহমান আরমান, মো. শাহজাহান, মো. আক্কাস আলী প্রমুখ। অনুষ্ঠানে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ জহুরুল আলম জসিম ২য় বারের মতো সিটি কর্পোরেশনে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ওয়ার্ডবাসীর পক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ওয়ার্ডের বিভিন্ন সমাজকল্যাণ নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।