
নিজস্ব প্রতিবেদক:
ভুমি দস্যু এবং মাটি দস্যু বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দীনের নেতৃত্বে লোভ পাক হানাদার বাহিনিকেও হার মানাল। বেঁড়ীবাধ ঘেষে গভীর গর্তকরে নিয়ে যাওয়া হচ্ছে মাটি। কোটি টাকার মাটির লোভে ধ্বংস করা হচ্ছে উপকূল খানখানাবাদ ইউনিয়ন। বাঁশখালীর বেঁড়ীবাধের রুপকার আলহাজ্ব মোস্তাফিজুর রহমন চৌধুরী এমপির নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য, গাজী জাহেদ আকবর জেবুর নেতৃত্বে স্থানীয় জনতার সহযোগিতায় মাটি দস্যুদের রাষ্ট্র বিরোধী কর্মকান্ড বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে গাজী জাহেদ আকবর জেবু স্থানীয় লোকজনের সহযোগিতা কামনা করছেন। এই বিষয়ে চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্য একাধিকবার কল দেওয়ার পরে-ও তার কোনো সাড়া পাওয়া যায়নি।মাটি কাটার তদারকি করছে জৈনক মোঃ আনিস পিতা আবুছালেক। আনিসের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন,গতবছর আমরা এই জমি থেকে মাটি কেটেছিলাম,
পরে এসিল্যান্ড নিষেধাজ্ঞা আরোপ করার পরে আমরা কাজ বন্ধ রেখেছি। আবার আমাদের চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী নির্দেশ দেওয়ার পর যথারীতি আমরা মাটি কাটার কাজ শুরু করেছি। আজ দেখছি এমপি সাহেবের নির্দেশে গাজী জাহেদ আকবর জেবু এলাকার জনগণ নিয়ে এসে মাটি কাটার কাজ বন্ধ করে দেন।