
মওলা আলী (রাদ্বি.) সহ সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তাঁদের ভুলত্রুটি ধরতে চেষ্টা করা কুফুরি মওলা আলীর (রা.) মর্যাদা সমুন্নত করেছেন স্বয়ং মহান আল্লাহ পাক ও প্রিয় নবী (দ.) খোলাফায়ে রাশেদাসহ সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি তথা মেয়ারে হক্ব। তাঁদের শান মর্যাদায় আঘাত হানা গোস্তাখি ও ঈমানহানিতার কারণ। তাঁরা ভুল ত্রুটি ও মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে। তাই সাহাবায়ে কেরাম বা শেরে খোদা মওলা আলীর (রা.) ভুল বিচ্যুতি খুঁজতে চেষ্টা করলে ঈমানহারা হতে হবে।
হযরত আলীর মর্যাদা স্বয়ং সমুন্নত করেছেন মহান আল্লাহ পাক ও প্রিয় নবী (দ.)। যিনি ভুমিষ্ঠ হয়েছেন কাবা শরিফের ভেতরে। যিনি শিশু অবস্থায় চোখ খুলে প্রথমেই দেখেছেন প্রিয়নবীর (দ.) চেহারা। মওলা আলী (রা.) ৮/১০ বছর বয়সেই প্রিয়নবীর হাতে ইসলাম কবুল করেছেন। আরবে শিশুদের মধ্যে তিনিই প্রথম ইসলাম কবুলকারী। যিনি প্রিয়নবীর (দ.) সান্নিধ্যে বড় হয়েছেন তিনি মদপান তো দূরের কথা, মদের পাত্রকেও তিনি ঘৃণা করতেন। কোনো ধরনের অপবিত্রতা তাঁকে স্পর্শ করতে পারেনি।
আহলে বায়তে রাসূলের (দ.) পবিত্রতা, মর্যাদা ও অতুলনীয় জীবনাচারের কথা তো কুরআন-হাদিসের ছত্রে ছত্রে পাওয়া যায়। তাই তাঁদের ভুলত্রুটি ধরার চেষ্টা করা মারাত্মক কুফুরি। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আয়োজনে ২০ মার্চ ঢাকা জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বিএমএ অডিটোরিয়ামে ইসলামের চতুর্থ খলিফা, আমীরুল মো’মেনীন, খলিফাতুল মুসলেমীন শেরে খোদা হযরত আলী (রাদ্বি.) কন্ফারেন্সে বক্তারা এসব কথা বলেন।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শেখ মুহাম্মদ আবদুল করিম সিরাজ নগরী (মু.জি.আ) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ আসনের সাংসদ, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ তরিক্বত ফেডারেশন এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এম.পি।
সংগঠনের নির্বাহী মহাসচিব আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল্ক্বাদেরী এবং সাংগঠনিক সচিব মাওলানা আব্দুল মতিনের যৌথ স ালনায় স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা পীরে তরিক্বত্ব গাজী এম এ ওয়াহিদ সাবুরী, মুফতি আল্লামা মুহাম্মদ ইব্রাহিম আল্ক্বাদেরী,
অধ্যক্ষ আল্লামা ড. এ কে এম মাহবুবুর রহমান, পীরে ত্বরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা প্রফেসর কাজী গোলাম মহিউদ্দিন লতিফী, পীরে ত্বরিক্বত হযরাতুল আল্লামা মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আল্ক্বাদেরী, পীরে ত্বরিক্বত আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ রেজভী, পীরে ত্বরিক্বত আল্লামা আবদুল করিম আল্ ক্বাদেরী, পীরে ত্বরিক্বত আল্লামা আবদুল আউয়াল আল্ক্বাদেরী, পীরে ত্বরিক্বত আল্লামা মো’তাসিম বিল্লাহ রাব্বানী,
পীরে ত্বরিক্বত আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, পীরে তরিক্বত আল্লামা কাযী মুহাম্মদ মোদাচ্ছির হাশেমী, পীরে ত্বরিক্বত আল্লামা মোশতাক আহমদ মোজাহেদী, পীরে ত্বরিক্বত আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরী, পীরে ত্বরিক্বত আল্লামা মুফতি সাক্বিউল কাউসার, পীরে ত্বরিক্বত আল্লামা ইউনুস গাফ্ফারী বখশী, পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ মহিউদ্দিন সুফি, পীরে ত্বরিক্বত হযরাতুল আল্লামা মুফতি মুহাম্মদ আতাউল মোস্তফা রেজভী, অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ আলী আকবর ফারুকী,
হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল ইসলাম, হযরাতুল আল্লামা অধ্যাপক ড. হুমায়ুন কবির, হযরাতুল আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আমিন পাটোয়ারী, হযরাতুল আল্লামা মুহাম্মদ শফিকুল ইসলাম আল্ ক্বাদেরী, বীর মুক্তিযোদ্ধা হযরাতুল আল্লামা এ বি এম আবদুল মান্নান আল ক্বাদেরী, হযরাতুল আল্লামা গাজী মুহাম্মদ গোলাম মোস্তফা জামী,
হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আলী আকবর, মুফতি সিরাজুল ইসলাম মনির, আলহাজ্ব আহমাদুর রহমান জাহিদ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, অধ্যাপক এম এ মোমেন, হযরাতুল আল্লামা অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী, বাংলাদেশ ত্বরিক্বত ফেডারেশনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আলহাজ্ব মোহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সচিব আলহাজ্ব মুহাম্মদ আলী হোসাইন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব মুহাম্মদ জাহিদ বাহার শিপলু, দপ্তর সচিব আলহাজ্ব মুহাম্মদ সেলিম মিয়াজী,
বাংলাদেশ আ’লা হযরত কাউন্সিলের আহবায়ক পীরে তরিক্বত আলহাজ্ব মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, ঢাকা নেছারীয়া কামিল মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন হুসাইনী, আশেকানে গাউছিয়া রহমানীয়া মঈনীয়া সহিদীয়া মাইজভান্ডারিয়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাহাদাত হোসেন সোহেল, পীরে ত্বরিক্বত আলহাজ্ব মাওলানা আলমগীর হোসাইন যুক্তিবাদী,
অধ্যাপক কাজী ফরিদ উদ্দিন আখতার, আলহাজ্ব মাওলানা পীরজাদা সৈয়দ মুহাম্মদ আতিকুল হক আনাস, হযরাতুল আল্লামা অধ্যক্ষ মোল্লা শহীদ আহমদ, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান আজিজ, মাওলানা আহমদ রেজা আশরাফী, মাওলানা মুহাম্মদ সাদেকুর রহমান খান, আহলে সুন্নাত আইনজীবী কাউন্সিল এর আহবায়ক অধ্যক্ষ ড. অ্যাডভোকেট মুহাম্মদ শাহজালাল,
সদস্য সচিব অ্যাডভোকেট মুহাম্মদ আতিকুর রহমান খান, অর্থ সচিব মাওলানা মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান আনসারী, দপ্তর সচিব ও আহলে সুন্নাত যুব পরিষদ এর আহবায়ক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফিরোজ আলম খোকন, হযরাতুল আল্লামা আ ন ম তোফায়েল আহমদ, মুহাম্মদ আবদুছ ছালাম সেলিম, পীরজাদা মাওলানা আহমাদুর রহমান নক্সবন্ধী, আলহাজ্ব মাওলানা সাইয়িদ মুহাম্মদ শাহজালাল মোজাহেদী প্রমুখ।