নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ।
কওমী মাদ্রসা বোর্ডের চেয়ারম্যান আল্লামা আহমদ শফীকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় গিয়াস উদ্দিন আত তাহেরীর গ্রেফাতর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমী ইসলামি ছাত্র ঐক্য পরিষদ। বুধবার দুপুরে শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে মাওলানা আব্দুর রহিম কাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা জাকির হোসেন, মুফতী আব্দুল হক, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন প্রমূখ। এ সময় বক্তারা গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সম্প্রতি তাহেরী তার ফেসবুক আইডি থেকে আল্লামা আহমদ শফীকে ব্যঙ্গ করে পোস্ট দেয়া হয়। বক্তারা এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে গিয়াস উদ্দিন আত তাহেরীর গ্রেফাতর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।