আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ।
৫ বছর বয়সী এক শিশুর শ্লীলতাহানির দায়ে স্বপন মিয়া নামে এক জনকে অাটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এলাকায়
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কসবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার ভ্রাম্যমান অাদালত বসিয়ে ওই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে জেলে পাঠানো হয় পুলিশ। দণ্ডপ্রাপ্ত স্বপন মিয়া ৪০ নামের কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি গ্রামের মৃত অহেদ মিয়ার পুত্র।
স্থানীয় এলাকাবাসী এবং ভ্রাম্যমান আদালত সূত্রে জানয় কসবা উপজেলার কুটি এলাকায় ৫ বছর বয়সী একটি শিশু প্রতিদিনই এলাকার একটি চায়ের দোকানে যাতায়াত করে। সেখানে বসে থাকেন স্বপন মিয়া। সে ওই শিশুটিকে ফুসলিয়ে শ্লীলতাহানি করে। বুধবারও শিশুটি দোকানে এলে স্বপন জোরপূর্বক শিশুটির শ্লীলতাহানি ঘটায়। ঘটনাটি জেনে গেলে স্থানীরা স্বপন মিয়াকে আটক করে। পরে স্থানীরা বিষয়টি থানায় পু্লিশকে এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছান। শ্লীলতাহানির শিকার হওয়া ওই শিশুটির মা, ও স্থানীয় লোকজন এবং স্বপন মিয়ার বক্তব্য শুনেন। এসময় স্বপন তার কৃত অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান অাদালত এ রায় দেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার বলেন’অভিযুক্ত স্বপন মিয়া শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির কথা ভ্রাম্যমান আদালতের কাছে স্বীকার করায় দণ্ডবিধির ৫০৯ ধারামতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’
কসবা থানার পরিদর্শক (ওসি) মো. আবদুল মালেক বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কারাদণ্ডপ্রাপ্ত স্বপন মিয়াকে দুপুরে জেলে পাঠানো হয়েছে।’