
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ;
অবৈধ বালি উত্তোলন করা পুকুরে ডুবে শিশু নাহিদ ইসলাম (১১) নামের এক শিশুর করুন মৃত্যুর ঘটনার ৭ দিন পার হতে না হতেই বালি উত্তোলন কারীরা আবারও বালি উত্তোলন করার জন্য বিভিন্ন মহলে দৌরঝাপ শুরু করেছে। এদিকে বালি উত্তোলন কারীরা বালি তোলা পুকুরে ডুবে নিহত শিশুর পরিবারের সাথেও মিমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পাতিবিলা গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছে। প্রশাসনের নাকের ডোগায় এলাকার প্রভাবশালী শাহাজান আলী ও শাহীন মিয়া র্দীঘ ৫ বছর ধরে অবৈধভাবে ড্রেজার ম্যাশিন দিয়ে বালি উত্তোলন করে আসছে। প্রভাবশালী মহলটি প্রশাসনের বড় বড় কর্মাদেরকে ম্যানেজ করার কারণে তারা বাধাহীন ভাবেই বালি উত্তোলন করে আসছে।
ইতি পুর্বে অবৈধ বালি উত্তোলন পুকুরে ডুবে এলাকার আরো ৩ শিশুর করুন মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়েনি। মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসক মজিবর রহমানের সাথে মত বিনিময় সভায় অবৈধ বালি উত্তোলনের বিষয় নিয়ে বক্তব্য রাখেন পৌর সভার ওয়ার্ড কাউন্সিলর কাজি আতিয়ার রহমান। উল্লেখ্য গত বুধবার(১৭মার্চ) দুপুরে মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের আবেদ শিকদারের ছেলে নাহিদ ইসলাম অবৈধ বালি উত্তোলন করা পুকুরে ডুবে যায়। পরে প্রায় ১০ ঘন্টা পর খুলনা থেকে ডুবুরিরা এসে শিশু নাহিদ ইসলামের মৃত দেহ পানির নিচ থেকে উদ্ধার করে।