ঈশাত জামান মুন্না,লালমনিরহাট প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ড.কামাল হোসেনের উদ্ধৃতি দিয়ে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করে পোস্ট দেওয়ায় তীব্রক্ষোভের মুখে পড়েছে ছাত্রদল নেতা।
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ছাত্রদল নেতা শাহীন আকন্দর নামে অভিযোগ উঠেছে,ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছাড়াও রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালচনার ঝড় উঠেছে।ন্যাকারজনক ঘটনাটির সু্ত্রপাত ঘটেছে শাহীন আকন্দর কটুক্তিমূলক ফেসবুক পোস্ট এর কারনে।শাহীন আকন্দ তার ফেসবুক পোষ্টে বলেছেন ড. কামাল হোসেন এর নাম দিয়ে যে ”ড. কামাল হোসেন বলেছেন জীবনের শেষ বয়সে এসে যদি দেশ ও জনগনের জন্য কিছু করতে না পারি তা হলে বঙ্গবন্ধুর জানাযায় যে লোক হইছে আমার জানাযাও সেই রকম হবে।আর যদি কিছু করতে পারি তাহলে জিয়াউর রহমান এর জানাযারমত না হলেও কাছাকাছি হব।সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে- ড.কামাল হোসেন,,
উক্ত ফেসবুক পোস্ট এর কোন সত্যতা না পাওয়ায় তীব্র সমালোচনা র ঝড় উঠেছে,কেননা ড. কামাল হোসেন এ ধরনের কোন কথা বলেননি,এ বিষয়ে জানতে চাইলে হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগ এর সাধারন সম্পাদক পারভেজ হোসাইন জানান শাহীন আকন্দ মিথ্যা ও বানোয়াট তথ্যদিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে তার পোস্ট মিথ্যা প্রমানিত হয়েছে,জাতীর পিতাকে নিয়ে কটুক্তি করেছে সে।
তাই আমরা হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগ ৪৮ ঘন্টা সময় বেধে দিয়েছি তাকে জাতীর সামনে ক্ষমা চাওয়ার জন্য,যদি শাহীন আকন্দ সেটি না করেন তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগ এর পক্ষ থেকে।
বিষয়টি সম্পর্কে জানার জন্য অভিযুক্ত ছাত্রদল নেতা শাহীন আকন্দকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেন নি।