
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শে আজ বাসায় ফিরতে পারেন তিনি।শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।এর আগে শরীরে পানি শূন্যতা দেখা দেয়ায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকার সিএমএইচে ভর্তি হন রওশন এরশাদ। তবে সুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে আজ তিনি হাসপাতাল ত্যাগ করতে পারেন।খন্দকার দেলোয়ার জালালী জাগো নিউজকে বলেন, ‘বৃহস্পতিবার রোজা রেখেছিলেন রওশান এরশাদ।
গরমের মধ্যে পানি শূন্যতার কারণে গতকাল রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি নিজেই সিএমএইচে চলে যান। হাসপাতালের যাওয়ার পর তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’তিনি আরও বলেন, ‘তাকে (রওশন এরশাদ) অফিসার্স উইমেন কোয়ার্টারে ভর্তি করা হয়েছে। কোভিড ইউনিটে ভর্তি করা হয়নি। সকালে খবর পেয়েছি, শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজকে রোজা রাখেনি তিনি। নিজের হাতে নাস্তা খেয়েছেন। কিছুটা সুস্থ বোধ করছেন তিনি।’