
নিউজ ডেস্ক:
মাত্র কয়েকমাস আগেও যারা জনগণের পরম বন্ধু হিসেবে নিজেদের তুলে ধরেছিলেন তাদের দেখা মিলছে না করোনার কবলে পড়া দুস্থদের পাশে। জনপ্রতিনিধিদের এমন কর্মে হতাশ হয়ে পড়েছে এলাকাবাসী।জানা যায়, বিগতদিনে নির্বাচনের আগে বর্তমান জনপ্রতিনিধি ও নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক লোকরা নিজেদেরকে সমাজসেবক হিসেবে প্রচার করে সাহায্য-সহযোগিতা করেন।গেল বছর করোনার সময়ও তারা মাস্ক বিলি করে সুনাম কুড়িয়েছেন। আবার বর্তমান জনপ্রতিনিধিদের অনেকেই সরকারি চাল, ডাল ও তেল দুস্থদের মাঝে বিলিয়েছেন।
আবার কেউ কেউ নিজেই সামান্য কিছু অনুদান দিয়ে সমাজসেবা করেছেন। তবে এবার সরকারি কোনো সহযোগীতা না আসায় নেই কোনো তৎপরতা।চট্টগ্রাম শহরের অধিকাংশ মানুষই দিনমজুর ২০২০ সালের লকডাউনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন স্থাপিত হয় সে কারণেই মূলত বিভিন্ন কাউন্সিলর প্রার্থী মেয়র প্রার্থীরা দুই হাতে সাধারণ মানুষকে প্রাণ দিয়েছেন কিন্তু পরবর্তীতে এসে ২০২১ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন হয় ফলে দেখা মিলছে না অনেক নেতা কর্মীদের।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে কিছু কিছু মানুষকে প্রাণ দিতে দেখা গেলেও অনেক বড় বড় নেতাদের দেখা যাচ্ছে না সাধারন মানুষের পাশে করোনার কারণে দীর্ঘদিন লকডাউন থাকার কারণে ঘর বন্দী হয়ে পড়েছে অনেক মানুষ।