আন্তর্জাতিক ডেস্ক:
কোভিড নিয়মবিধি অমান্য করে রাত কার্ফুর মধ্যে রাস্তায় বেরোনোয় কুকুরও রেহাই পেল না! গ্রেফতার করা হল তাকেও! গতকাল বুধবার রাতে ভারতের ইনদওরের পলাশিয়াতে এই ঘটনা ঘটে। যার পর পশুপ্রেমীরা এই ঘটনার তীব্র নিন্দা করতে শুরু করেছেন। কী ঘটেছিল? কুকুরটি আসলে এক ব্যক্তির পোষ্য। পোষ্যকে নিয়ে রাতে হাঁটতে বেরিয়েছিলেন ওই ব্যক্তি।
তখনই মালিক-সহ পোষ্যকেও গ্রেফতার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, রাত কার্ফুর চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। পুলিশ জায়গায় জায়গায় টহল দিয়ে চলেছে। ওই রাতে পলাশিয়াতে টহল দেওয়ার সময় পুলিশের নজরে বিষয়টি আসে।জানা যায়, ওই ব্যক্তি একজন ব্যবসায়ী। রাতে রাস্তা ফাঁকা পাবেন এই ভেবেই তিনি তাঁর পোষ্যকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। তখনই পুলিশ গ্রেফতার করে। ওই ব্যক্তির সঙ্গে পোষ্যকেও থানায় তুলে নিয়ে যায় পুলিশ।