
চট্টগ্রাম(বাঁশখালী)প্রতিনিধি:
দূর্বৃত্তের লাগানো আগুনে বাঁশখালী উপজেলার ৫নং কালিপুর গ্রামের বার আউলিয়া মাজারের পাশে পাহাড়ে তিন একর পরিমাণ ফল গাছের বাগান পুড়ে ছাই হয়ে গেছে।বাগানটির মালিক মৃত দুদু মিয়ার সন্তান আবু বক্কর(৩৮) বাগানটির নিয়মিত পরিচর্যা করতেন। তিনি লিচু, পেয়ারা,সুপারি, কাঁঠালসহ বিভিন্ন গাছ,চারাগাছসহ প্রায় পাঁচশোর অধিক গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানান।প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা। এবিষয়ে কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে বাগান মালিক আবু বক্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একই ওয়ার্ডের বাসিন্দা মৃত হাজী নাজির আলীর সন্তান নুরুল হক,
নুরুল হকের তিন সন্তান যথাক্রমে ইয়াছিনুল হক জুয়েল,মোরশেদুল হক সোহেল, এহছানুল হক ছোটন সহ আরো অনেকের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন বলে জানান তিনি।এ প্রসঙ্গে ৫নং কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম অভিযোগটি গ্রাম আদালতে এখতিয়ার নয় বলে জানান। সাথে আবু বক্করকে আদালত বরাবর অভিযোগ দাখিল করার পরামর্শ দেন তিনি।