
বিনোদন ডেস্কঃ
মাত্র ২৩ বছর বয়সে মারা যাবেন এখনকার সময়ের জনপ্রিয়ী বাংলাদেশী তরুণ কণ্ঠশিল্পী নোবেল।“আগামী ১৮ মে মৃত্যুদিন” নিজের ভেরিফাইড ফেসবুক পেজে (১৬ মে) রাত ১০ টার দিকে একটি স্ট্যাটাসে তিনি এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের নিশ্চিত করেন।সম্মানিত পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-
Mainul Ahsan Noble
Born – 7th November 1997
Died – 18th May 2021 ♥️
Age – 23 years old.
এদিকে এ স্ট্যাসের পর নেটিজেনদের কারোর মন আো খারাপই হয়নি, বরঞ্চ সকলে কমেন্ট বক্সে নিজেদের প্রলাপ বকছেন। এবং গালমন্দ করতে ভুলছেননা অধিকাংশই।অনেকে আবার এটিকে এটেনশন পাবার ধান্ধা হিসেবেও প্রকাশ্য স্বীকৃতি দিচ্ছেন।প্রসঙ্গতঃ ভারতের জি বাংলায় প্রচারিত গান বিষয়ক রিয়েলিটি শো ” সা রে গা মা পা” তে একটি আসরে তৃতীয় হয়েছিলেন মাইনুল আহসান নোবেল। এরপর থেকে নানা সময় বিচিত্র ধরণের বিতর্কের জন্ম দিয়েছেন একবিংশ শতাব্দীর এ শিল্পী।