মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন নানান কারনেই টাঙ্গাইলের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ। এ আসনের বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খান রানা হত্যা মামলায় দীর্ঘদিন যাবত কারাগারে রয়েছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য এ আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন অন্তত ১০ জন।
শুক্রবার থেকে আজ রোববার (১১ নভেম্বর) পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ঢাকায় তারা এই মনোনয়নপত্র কিনেন।
যারাযারা মোননয়ন কিনেছেন:এ আসন থেকে ১০ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব ডাঃ কামরুল হাসান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও সমৃদ্ধ ঘাটাইল ঢাকার আহ্বায়ক ড. অধীর চন্দ্র সরকার, সাবেক এমপি প্রয়াত ডা. মতিউর রহমানের ছেলে তানভীর রহমান, সোনালী ব্যাংক লিঃ পরিচালনা পর্ষদের পরিচালক মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. নুরুল আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আকবর খান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি কোহিনূর হোসেন খান।